About Us

"তৃতীয় পরিসর” অর্থাৎ প্রথম অথবা প্রধান এবং দ্বিতীয় তথা বিকল্প ব্যবস্থায় সীমাবদ্ধ না-থেকে কথা-লেখা-ভাবনার জোট বাঁধার প্রয়াসে ভিন্নতর এক অবস্থান। পশ্চিমবঙ্গে এবং তার বাইরেও বাংলাভাষার পাঠক সমাজের একটা অংশের কাছে ইতোমধ্যেই “তৃতীয় পরিসর” প্রকাশনা ও সাংস্কৃতিক চর্চার সুবাদে কিছুটা হলেও একটা পরিচিত নাম। ২০১৫ থেকে যাত্রা শুরু করে আমরা “চার্বাক” এবং “চর্চা” এই দুটো পত্রিকা, সাথে আরও বেশকিছু গুরুত্বপূর্ণ বই প্রকাশ করেছি— যা বিদ্যায়তনিক মহল এবং তার বাইরেও চর্চিত এবং সমাদৃত।

“তৃতীয় পরিসর”-এর ও্য়েব সাইট আগেও ছিল। যেখানে আমাদের প্রকাশিত বই এবং পত্রিকা বিনামূল্যে ডাউনলোড করার সুযোগ ছিল। অতিমারী পরবর্তী পরিস্থিতিতে ডিজিটাল জীবনযাত্রার গুরুত্বের সঙ্গে তাল মিলিয়ে আরও একধাপ এগিয়ে স্মার্ট ফোনের জন্য এবার হাজির করা হল “তৃতীয় পরিসর” অ্যাপ এবং পালটে গেল ওয়েবসাইটের চেহারাও।

এখানে তৈরি করা হয়েছে একটি অনলাইন স্টোর। এই অ্যাপে লগ-ইন করে “তৃতীয় পরিসর” এবং একই সাথে অন্যান্য বিকল্প প্রকাশনার বিভিন্ন ই-বুক, পত্রিকা, পড়তে পারবেন, চাইলে কিনতেও পারবেন। আপনার কেনা ই-বুক তো থাকল-ই আপনার মোবাইলে। আর যদি চান মলাট-বন্দি নতুন গন্ধ-মাখা ছাপা বই বা পত্রিকা, হোক-না তা দূরবর্তী জেলার, অন-লাইন স্টোরে দেখে পছন্দ করে কিনলে “তৃতীয় পরিসর” ডাকযোগে পৌঁছে দেবে সরাসরি আপনার ঠিকানায়।

শধু তাই-ই নয় এই অ্যাপে হাজির থাকছে বিভিন্ন সময় আয়োজিত বিতর্ক, আলোচনা, ইন্টারভিউ, অডিও বুক, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি নানা রকমের সাংস্কৃতিক আঙ্গিক। প্রত্যেক মাসেই থাকছে বিবিধ বিষয় বিষয়ে প্রকাশিত নতুন ব্লগ, পত্রিকা এবং বই নিয়ে আলোচনা। সামাজিক দূরত্ববিধি যাতে আপনার মানসিক রসদ সংগ্রহের বাধা হয়ে উঠতে না-পারে, সেদিকে খেয়াল রেখেই এগোচ্ছে “তৃতীয় পরিসর” অ্যাপ। অ্যাপ সাবস্ক্রাইবারদের জন্য থাকছে আরও কিছু আকর্ষণীয় সুবিধা এবং বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত ছাড়ের সুযোগ।